কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ হুররিয়াতের গতকালকের লংমার্চ দমনে দিনব্যাপী কারফিউ জারি করা হয়েছে। গত সোমবার রাত থেকে কারফিউ জারি করা হয়। এই গ্রুপের চেয়ারম্যান সৈয়দ আলী শাহ গিলানি তার হায়দারপোরার নিজ বাসভবনে মাসখানেক ধরে গৃহবন্দী রয়েছেন। আন্ডারগ্রাউন্ড নেতা মাসরাত আলম গিলানির বাসভবন পর্যন্ত এ লংমার্চের আহবান জানান। 'হায়দারপোরা চলো' স্লোগানে তারা গিলানির বাসভবনের দিকে এগিয়ে যায়। শ্রীনগর জেলা ম্যাজিস্ট্রেট মেহরাজ আহমেদ কাকরো বলেন, এ জেলার সর্বত্র কারফিউ জারি করা হয়েছে। তবে বোর্ড পরীক্ষার্থী ও এর সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষেত্রে কারফিউ শিথিল করা হয়েছে বলে মুখপাত্র জানিয়েছে। উল্লেখ্য, কাশ্মীরে জুন মাস থেকে বিক্ষোভে এ পর্যন্ত ১০০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়।
বিবিসি, পিটিআই।
World News / বিশ্ব সংবাদ
কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের লংমার্চ দমনে কারফিউ
October 13th, 20103,425 views