Khulna
January 20th, 2018
Sports / খেলা
ক্রিকেটারের ইসলাম ধর্মগ্রহণ
July 30th, 20114,355 views

গত শুক্রবার দক্ষিণ আফ্রিকান বোলার ওয়েইন পারনেল নিজের প্রথম জন্মদিন হিসেবেই পালন করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকান দলের এই ২২ বছর বয়সী বোলার। গত বৃহস্পতিবারই এক ঘোষণাই তিনি একথা জানিয়েছেন। দীর্ঘদিন ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন তিনি। গত তিন/চার মাস আগে সিদ্ধান্ত নিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার। অবশেষে নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজের নাম রেখেছেন ওয়ালিদ (নতুন জন্ম নেওয়া সন্তান)। পারনেল নতুন ভাবেই সবকিছু শুরু করতে চান। এমনকি আসন্ন রমজান মাসের সবগুলো রোজা রাখবেন বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, 'আমি আমার প্রথম রোজাগুলো রাখতে চাই। এই বিশেষ সময়টি বিশেষ সম্মান অর্জনের জন্য উপযোগী। আমি তা করতে চাই।'

পোর্ট এলিজাবেথে জন্ম নেওয়া এই ক্রিকেটার জাতীয় দলের জার্সি গায়ে প্রথম মাঠে নেমেছিলেন ২০১০ সালের জানুয়ারিতে। মাত্র ৩টি টেস্ট এবং ১৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এরই মাঝে নজর কেড়েছেন অনেকেরই। টেস্টে ৫টি এবং ওয়ানডেতে নিয়েছেন ৩১টি উইকেট। পাশাপাশি রান করেছেন ৩৪ ও ১১৬। উদীয়মান এই বোলার দক্ষিণ আফ্রিকার জন্য ভবিষ্যতের ডেল স্টেইন। কিংবা অ্যালান ডোনাল্ড?